বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তার বাজেট বক্তব্যে কোভিড-১৯ মহামারির কারণে নেতিবাচক প্রভাব থেকে অর্থনীতিকে উত্তরণের দিকনির্দেশনা দেবেন মন্ত্রী।
করোনার কারণে আগের বাজেট অধিবেশনগুলোর তুলনায় এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বসবে অধিবেশন।
বিকাল ৫টায় বাজেট অধিবেশনের শুরুতেই স্পিকার বলেন, করোনার কারণে এবারের বাজেট অধিবেশন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।
নিরাপদ দূরত্ব বজায় রাখতে অল্প সংখ্যক সংসদ সদস্য বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন। বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের এই অধিবেশনে না আসার জন্য উৎসাহিত করা হয়েছে।
অধিবেশন চলাকালে সংসদ সচিবালয়ের শুধু গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার বিকাল ৩টায়ে প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করবেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ইতিমধ্যেই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে।
গত অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। পরে সংশোধনী বাজেটে তা কমিয়ে হয় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।
গত ১৮ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেন।